সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৮:২৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:

প্রতিষ্ঠানের স্বার্থকে ঊর্ধ্বে রাখার আহ্বান : মহাপরিচালক ব্রিগেডিয়ার

উত্তাল ডেস্ক: / ৩৯ বার
আপডেট সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি সকল কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি প্রতিষ্ঠানের স্বার্থকে সবকিছুর ঊর্ধ্বে রাখার আহ্বান জানিয়েছেন।
রবিবার (২৭ অক্টোবর) সকাল ১০টা ৩০ মিনিটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সদর দপ্তরে অনুষ্ঠিত দরবার অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। অনুষ্ঠানে পরিচালকবৃন্দসহ ঢাকায় কর্মরত সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। এছাড়া বিভাগীয় উপপরিচালক ও জেলা কর্মকর্তারা নিজ নিজ কর্মস্থল থেকে অনলাইনে যুক্ত ছিলেন।”

অনুষ্ঠানের শুরুতে মহাপরিচালক মহোদয় দরবারস্থলে উপস্থিত হলে তাঁকে সশ্রদ্ধ অভিবাদন জানান পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, পিএসসি এবং দরবার হস্তান্তর করেন। এরপর ধর্মগ্রন্থ থেকে পাঠ করেন অধিদপ্তরের ধর্মীয় শিক্ষক মুহাদ্দিস কাজী শরিফ উল্লাহ।”

মহাপরিচালক মহোদয় সকলকে স্বাগত জানিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে তাঁর দায়িত্বকালীন সময়ের বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপের বিবরণ তুলে ধরেন। তিনি বলেন, “অপারেশন কার্যক্রমের মাধ্যমে দেশের মানুষের আস্থা ও প্রশংসা অর্জন করা সম্ভব হয়েছে—এ অর্জন আমাদের সবার।”

তিনি সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, এই সুনাম ও গৌরব ধরে রাখতে ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে থেকে প্রতিষ্ঠানের স্বার্থকে সর্বাগ্রে রাখতে হবে। শুষ্ক মৌসুমে অগ্নিকাণ্ডের সংখ্যা হ্রাসে জনগণের সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান তিনি এবং কর্মকর্তা-কর্মচারীদের ফায়ার সার্ভিসের চলমান সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ প্রদান করেন।
দরবার শেষে মিয়ানমারে ভূমিকম্পে উদ্ধার কার্যক্রমে অংশ নেওয়া ১০ জন সদস্যকে মিয়ানমার সরকার কর্তৃক প্রেরিত স্মারকপদক হস্তান্তর করেন মহাপরিচালক। এছাড়া বিভাগীয় ও কেন্দ্রীয় পর্যায়ের পেশাগত প্রতিযোগিতায় বিজয়ী এবং প্রশাসনিক কাজে বিশেষ দক্ষতা প্রদর্শনকারী কর্মকর্তাদের মধ্যে ‘মহাপরিচালকের প্রশংসা’ পুরস্কার হিসেবে ইনসিগনিয়া, সনদপত্র ও নগদ অর্থ প্রদান করা হয়।

উৎসাহ ও পেশাগত দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে এবারই প্রথম এই পুরস্কারের আয়োজন করা হয়। বেলা ১টা ১৫ মিনিটে মধ্যাহ্নভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।#smk


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
এক ক্লিকে বিভাগের খবর