সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৮:১১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:

স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

উত্তাল ডেস্ক: / ২২ বার
আপডেট সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ মামলায় নিহতের শ্বশুর ও শাশুড়িকে খালাস দেওয়া হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) দুপুর ২টার দিকে চুয়াডাঙ্গার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) সৈয়দ হাবিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি পলাতক রয়েছে।”

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন- আলমডাঙ্গা উপজেলার এনায়েতপুর স্কুলপাড়ার আসান মল্লিকের ছেলে শুকুর আলী ওরফে শুকনাল (৩৯)। খালাসপ্রাপ্ত আসামিরা হলেন শুকুর আলীর বাবা আসান মল্লিক (৭১) ও মা সাহেদা খাতুন (৬১)।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২৭ নভেম্বর আলমডাঙ্গা এনায়েতপুর স্কুলপাড়ায় যৌতুকের দাবিতে স্ত্রী লাইলী সুলতানা কুমকুমকে হত্যা করে গলায় দড়ি বেঁধে ঝুলিয়ে রাখে শুকুর আলী। খবর পেয়ে কুমকুমের বাবা-মা ঘটনাস্থলে গিয়ে আঘাতপ্রাপ্ত মরদেহ উদ্ধার করেন। পরদিন নিহতের বাবা সামসুল জোয়ার্দার বাদী হয়ে শুকুর আলীসহ তিনজনের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলায় মোট ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত রায় ঘোষণা করেন।”

রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি অ্যাডভোকেট মুন্সী শাহজাহান মুকুল জানান, এ ঘটনায় সরাসরি হত্যার সঙ্গে জড়িত থাকায় নিহতের স্বামী শুকুর আলীকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে এবং অপর দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে। মামলার রায়ে বাদী পক্ষ সন্তুষ্টি প্রকাশ করেছেন।#smk


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
এক ক্লিকে বিভাগের খবর