রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ০২:৪৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:

নওগাঁয় ব্যবসায়ীকে অপহরণ করে ৭০লক্ষ টাকা মুক্তিপণ দাবি,ঢাকা থেকে মুলহোতা গ্রেপ্তার

এ.বি.এস রতন নওগাঁর : / ১৬ বার
আপডেট সময় : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

নওগাঁর এক ব্যবসায়ীকে অপহরণ করে ৭০ লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় মূলহোতা শাহাজান নামে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
এসময় উদ্ধার করা হয় অপহরণের শিকার ওই ব্যবসায়ীকে।

মঙ্গলবার ২৮ শে অক্টোবর দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‌্যাব-৫।

সোমবার ২৭ শে অক্টোবর রাতে ঢাকার সাভারের নতুন বাজার এলাকা থেকে অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শাহাজান ভোলা জেলার লালমোহন থানার চর-কচুপিয়া এলাকার বাসিন্দা।

অপহরণের শিকার ব্যবসায়ী আলমগীর হোসেন নওগাঁ পৌরসভার বাঙ্গাবাড়িয়া এলাকার বাসিন্দা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অপহরণের শিকার আলমগীর হোসেন একজন ব্যবসায়ী। তিনি ঢাকায় তার আত্মীয়ের বাড়িতে পারিবারিক কাজে বেড়াতে বের হয়। এরপর থেকে তার সাথে পরিবারের সদস্যদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে অপহরণকারীরা তার মোবাইল নম্বর দিয়ে জানায় ভিকটিম ভালো আছে এবং সাভারের হেমায়েতপুরে তাদের হেফাজতে আছে। এরপর থেকে ওই নম্বরে যোগযোগ করলে ফোন বন্ধ দেখায়। পরে ১৯ অক্টোবর রাতে ভিকটিমের ব্যবহৃত নম্বর থেকে ফোন দিয়ে ব্যবসায়ীকে অপহরণ করে আটকে রাখার বিষয়টি জানানো হয় এবং মুক্তিপণ হিসেবে ৭০ লাখ টাকা না দিলে প্রাণে মেরে ফেলবে বলে হুমকি দেয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ ঘটনায় সদর থানায় অপহৃত ব্যবসায়ীর ছেলে অপহরণের একটি মামলা করলে আসামিদের গ্রেপ্তার ও নিখোঁজকে উদ্ধারের জন্য র‌্যাব ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। এরই ধারাবাহিকতায় র‌্যাবের সদস্যরা সোমবার রাতে সাভারে নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী মূলহোতা শাহাজানকে গ্রেপ্তার করে। এসময় অপহৃত আলমগীরকেও উদ্ধার করা হয়।

গ্রেপ্তারের পর আসামিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
এক ক্লিকে বিভাগের খবর