সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ১০:১১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:

পুর্ব-সুন্দরবনে ফাদ ও ট্রলারসহ৭ চোরা হরিন শিকারী আটক

বাগেরহাট প্রতিনিধি: / ২৪ বার
আপডেট সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫


বাগেরহাটের পূর্ব সুন্দরবনের কোকিলমনি টহল ফাঁড়ির হোন্দল এলাকায় হরিণ শিকারের প্রস্তুতিকালে ৭ জন চোরা হরিন শিকারিকে হরিন ধরা ফাদ ও ট্রলারসহ আটক করা হয়েছে। সুন্দরবনের শরণখোলা স্মার্ট টিম-১ এর সদস্যরা শনিবার দিবাগত রাত ১২টার দিকে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। আটক শিকারীরা হলেন- বাগেরহাটের রামপাল উপজেলার সগুনা গ্রামের মৃত তারাপদ পালের ছেলে মনোজ পাল (৪২), একই উপজেলার বাইনতলা গ্রামের মৃত আ. হামিদের ছেলে মুজিবুর রহমান (৫৬), চাঁনপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে মুন্নাফ আলী মোল্লা (২২), একই গ্রামের মৃত খাদেম শেখের ছেলে মোজাম্মেল শেখ (৫২), বারইপাড়া গ্রামের খান বাবুর ছেলে খান তামিম (২০), সত্তার মল্লিকের ছেলে ওহিদ মল্লিক (৩৬) এবং মোংলা উপজেলার জয়মনি গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে আলী হোসেন (৪৫)। এ সময় ঘটনাস্থল থেকে বনবিভাগের পতাকা ব্যবহারকারী দুটি ট্রলার, ১০০টি হরিণ শিকারের হাটা ফাঁদ, একটি মই জাল, একটি করাত, ২০টি কন্টেইনার, দুটি ড্রাম, একটি নোঙ্গর, তিনটি ত্রিফল, দুটি পাতিল ও দুটি ককসিট জব্দ করা হয়েছে। বাগেরহাট সুন্দরবন পূর্ব বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী জানান, দুবলার চরের আলোরকোলে সানতন ধর্মের রাস পূজা উপলক্ষ্যে পূণ্যার্থীর ছদ্মবেশে শিকারী চক্র বনে প্রবেশ করে। তারা গভীর রাতে কোকিলমনি টহল ফাঁড়ির হোন্দলের বনাঞ্চলে ফাঁদ পেতে হরিণ শিকারের প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় গোপন সংবাদ পেয়ে স্মার্ট টিমের টিম লিডার দিলীপ মজুমদারের নেতৃত্বে বনরক্ষীরা অভিযান চালিয়ে ৭ শিকারীকে আটক করতে সক্ষম হন। আটক শিকারীদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে রবিবার দুপুরে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।#az


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
এক ক্লিকে বিভাগের খবর