মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০১:০৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:

ভূমিকম্পে আফগানিস্তানে নিহতের সংখ্যা বেড়ে ২০

উত্তাল ডেস্ক: / ২৮ বার
আপডেট সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

আফগানিস্তানের উত্তরাঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে ৬.৩ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩২০ জন। সোমবার (৩ নভেম্বর) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। উদ্ধার অভিযান শুরু হওয়ায় হতাহতের সংখ্যাও বাড়ছে।”

২০২১ সালে তালেবান ক্ষমতা গ্রহণের পর থেকে দেশটিতে আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পের তালিকায় এটি সর্বশেষ। মাত্র দুই মাস আগেই আফগানিস্তানে একটি শক্তিশালী ভূমিকম্পে দুই হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছিল।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রোববার দিবাগত রাত ১২টা ৫৯ মিনিটে মাজার-ই-শরিফের কাছে ২৮ কিলোমিটার গভীরতায় ভূমিকম্পটি আঘাত হানে।

এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফত জামান সাংবাদিকদের জানান, প্রাথমিকভাবে ২০ জনের নিহতের খবর পাওয়া গেছে। এই সংখ্যা আরো বাড়তে পারে।”

মাজার-ই-শরীফ শহরে প্রায় পাঁচ লাখ ২৩ হাজার মানুষ বাস করেন। অনেক বাসিন্দাই ভূমিকম্পের সময় বাড়িঘর ভেঙে পড়ার আশঙ্কায় মধ্যরাতে রাস্তায় নেমে আসেন। নীল মসজিদের কথা উল্লেখ করে বলখ প্রদেশের মুখপাত্র হাজি জায়েদ বলেন, ভূমিকম্পে পবিত্র মাজার-ই-শরীফের কিছু অংশও ধ্বংস হয়ে গেছে।
সূত্র : আল জাজিরা ,#smk


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
এক ক্লিকে বিভাগের খবর