যশোরে সুশাসন নিশ্চিত প্রধান লক্ষ্য-নবাগত ডিসি
যশোরের নবনিযুক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেছেন, “সরকারের সঙ্গে নাগরিকের সম্পর্ক সুদৃঢ় করে সেবা নিশ্চিতের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠাই জেলা প্রশাসনের মূল লক্ষ্য।” তিনি আরও বলেন, যশোর ইতিহাস–ঐতিহ্যের জেলা; অতীতের মতোই যশোর ভবিষ্যতেও অগ্রগতির প্রথম সারিতেই থাকবে।
রোববার (৩০ নভেম্বর) বিকেলে কালেক্টরেট সভাকক্ষে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। জেলা প্রশাসক আশা প্রকাশ করেন—সবার সহযোগিতায় যশোরকে এগিয়ে নেওয়ার লক্ষ্য সফল হবে।
সভায় উপস্থিত কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ উদ্দীন ও প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।
সমস্যা–সমাধান–সম্ভাবনা: সাংবাদিকদের খোলামেলা মতামত
যশোরের বিভিন্ন সেক্টর নিয়ে বক্তব্য দেন, গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, শান্তনু ইসলাম সুমিত, গবেষক বেনজির খান, প্রেসক্লাব যশোরের সাবেক সাধারণ সম্পাদক আহসান কবীর বাবু, আকরামুজ্জামান, এস এম ফরহাদ, দেওয়ান মোর্শেদ আলম, এম আইউব, জাহিদ আহমেদ লিটন, সরোয়ার হোসেন, জুয়েল মৃধা, সাজ্জাদ গণি খান রিমন, সাইফুজ্জামান সাইফ, মনিরুল ইসলাম, আব্দুল কাদের, কাজী আশরাফুল আজাদ, জাহিদ হাসান প্রমুখ।
বক্তারা বিশেষভাবে তুলে ধরেন—শহরের যানজট নিরসন, ফুটপাত ও সড়ক দখলমুক্তকরণ, ভবদহ জলাবদ্ধতা সমাধান, শিক্ষার মানোন্নয়ন ও কোচিং বাণিজ্য প্রতিরোধ, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ ও আইন–শৃঙ্খলা উন্নয়নসহ আরও নানা সমস্যা ও সম্ভাবনা।
এক মাসের মধ্যে দৃশ্যমান পরিবর্তনের আশ্বাস
সব বক্তব্য মন দিয়ে শোনার পর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, “সকলের মতামত লিপিবদ্ধ করেছি। আগামী এক মাসের মধ্যেই এসব সমস্যার সমাধানে দৃশ্যমান পরিবর্তন আনা হবে।”
সভা জুড়ে ছিল সহযোগিতার শক্ত বার্তা এবং যশোরকে আরও উন্নত, সুশৃঙ্খল ও বাসযোগ্য করে গড়ার সম্মিলিত প্রত্যয়।#












