সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৪:৩১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:

শহরের বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে আরও দায়িত্বশীল হতে হবে:রিজওয়ানা হাসান 

উত্তাল ডেস্ক: / ১৮ বার
আপডেট সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, নগর পরিবেশ নিরাপদ রাখতে সিটি করপোরেশনের কর্মকর্তাদের আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে বর্জ্য ব্যবস্থাপনা, প্লাস্টিক দূষণ, শব্দদূষণ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে মাঠপর্যায়ে দৃশ্যমান পদক্ষেপ জরুরি।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটে (এনআইএলজি) সিটি করপোরেশনের ৯ম গ্রেড কর্মকর্তাদের জন্য বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।”

উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, প্লাস্টিক ও পলিথিন দূষণ শহরের পরিবেশকে সবচেয়ে বেশি বিপর্যস্ত করছে। এই পরিস্থিতি মোকাবিলায় সিটি করপোরেশনকে নিয়মিত অভিযান চালাতে হবে। বাজার, মার্কেট এবং ফুটপাতের দোকানগুলোতে পলিথিন ব্যবহার বন্ধে কঠোর নজরদারির পাশাপাশি জনসচেতনতা বাড়াতে হবে।
তিনি বলেন, “একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক কমাতে নাগরিকদের অভ্যাস পরিবর্তনের দিকে যেতে হবে।”

শব্দদূষণকে ‘নগরবাসীর স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর’ উল্লেখ করে উপদেষ্টা বলেন— হাইড্রোলিক হর্ন, লাউডস্পিকার ও নির্মাণকাজে শব্দনিয়ন্ত্রণ কঠোরভাবে বাস্তবায়ন করা জরুরি।
বায়ুদূষণ কমাতে নির্মাণসামগ্রী ভিজিয়ে সংরক্ষণ করা, পরিবহণের সময় ঢেকে রাখা এবং অবৈধ ইটভাটা বন্ধে সিটি করপোরেশনের কার্যকর ভূমিকার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

উপদেষ্টা আরও বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তারা মাঠে ফিরে শহরের বর্জ্য ব্যবস্থাপনা, প্লাস্টিক দূষণ, শব্দদূষণ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে সক্ষম হবেন।
তার ভাষায়—“দক্ষ নগর ব্যবস্থাপনা গড়তে নিয়মিত প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। এই প্রশিক্ষণ কর্মকর্তাদের দক্ষতা বাড়াবে এবং নাগরিকসেবার মান উন্নয়ন করবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে এনআইএলজি’র মহাপরিচালক মো. আব্দুল কাইয়ূম, স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব (নগর উন্নয়ন অধিশাখা) আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান এবং এনআইএলজি’র পরিচালক (প্রশিক্ষণ ও পরামর্শ) মো. কায়েসুজ্জামান বক্তব্য রাখেন।”

প্রশিক্ষণটি সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তাদের নগর সেবা উন্নয়ন ও পরিবেশবান্ধব ব্যবস্থাপনায় আরও দায়িত্বশীল ভূমিকা পালনে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।”bl


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
এক ক্লিকে বিভাগের খবর