রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৫:০৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:

বাংলা‌দেশ ম‌হিলা প‌রিষদ বা‌গেরহাট জেলা শাখার শোক ও শ্রদ্ধাঞ্জ‌লি

বাগেরহাট প্রতিনিধিঃ / ১৩ বার
আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

বাংলা‌দেশ ম‌হিলা প‌রিষদ বা‌গেরহাট জেলা শাখার প্র‌তিষ্ঠাকালীন সভাপ‌তি শরীফা মো‌হিত (৯১) এর মৃত্যু‌তে বাংলাদেশ মহিলা পরিষদ বা‌গেরহাট  জেলা শাখার পক্ষ থে‌কে গভীর শোক ও শ্রদ্ধা জ্ঞাপন করা হ‌চ্ছে। তি‌নি নারীর ক্ষমতায়‌নে বিশ্বাসী, প্রজ্ঞাবান, সাহসী এক নারী ছি‌লেন। 

রত্নাগর্ভা শরীফা মো‌হিত ‌মৃত্যুকা‌লে  ৫পুত্র, ৪কন্যা, নাতি নাতনিসহ অসংখ্যা গুনগ্রাহী রে‌খে গে‌ছেন। বার্ধক্যজ‌নিত কার‌নে ৯১ বছর বয়‌সে চি‌কিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ৭.৫৮ মিঃ মৃত্যুবরণ ক‌রেন ( ইন্না লিল্লা‌হি অইন্না……….ইলাই‌হি রা‌জিউন)।

মৃত শরিফাকে ১নং ক্রস রোড দশা‌নি মো‌হিত ম‌ঞ্জি‌লে স্বামী মৃত এস এম মো‌হিতুর রহমা‌নের কব‌রের পা‌শে পা‌রিবা‌রিক কবরস্থা‌নে বাদ আছর তা‌কে দাফন করা হয়। 

প্র‌তিষ্ঠাকালীন সম‌য়ের বা‌গেরহা‌টের প্রথম সভাপ‌তি প্রয়াত শো‌রিফা মো‌হিত এর ৯ সন্তান ডাক্টার পার‌ভেজ মো‌হিত, এস এম নও‌রোজ মো‌হিত, এস এম ইম‌রোজ মো‌হিত, এস এম নওশাদ মো‌হিত,  এস এস খোশ‌রোজ মো‌হিত, পারভীন মো‌হিত, নাস‌রিন মো‌হিত, তাস‌কিন মো‌হিত, আই‌রিন মো‌হিত, পুত্রবধু ব্যাক ব্যাংক ম্যা‌নেজার সাইকা মা‌লিক, কা‌শিমপুর মাধ্য‌মিক বিদ্যাল‌য়ের প্রধান শিক্ষক মাহমুদা খানমসহ প‌রিবা‌রের সক‌ল সদস্যদের প্র‌তি গভীর শোক ও সম‌বেদনা প্রকাশ করা হ‌চ্ছে।

বাংলা‌দেশ ম‌হিলা প‌রিষদ তা‌কে শ্রদ্ধায় রাখ‌বে।#rj


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
এক ক্লিকে বিভাগের খবর