বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

নীলফামারীতে তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস

নীলফামারী সংবাদদাতা: / ১৯ টাইম ভিউ
আপডেট সময়: বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

নীলফামারীতে গত তিনদিন ধরে বইছে মৃদু শৈত্য প্রবাহ। ঘন কুয়াশায় আছন্ন হয়ে পড়েছে জনপদ । শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষজন চরম বেকায়দায় পড়েছে।  তারা কাজে বের হতে না পেরে নিদারুন কষ্টের মধ্যে দিনাতিপাত করছেন। গরম কাপড়ের অভাবে নিম্ন আয়ের মানুষজন খেড়কুটে জ্বালিয়ে শীত নিবারণের চেস্টা করছেন। এদিকে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় জেলায় শীতজনিত রোগের প্রার্দুভাব বৃদ্ধি পেয়েছে। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা।
   
সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ইনচার্জ লোকমান হোসেন জানান,  বুধবার (০৭ জানুয়ারি) সকালে নীলফামারীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। এই মৌসুমে জেলার এটাই সর্বনিম্ন তাপমাত্রা বলে তিনি জানান।


এই বিভাগের আরও খবর