বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

খুলনা জেলা অনুর্ধ্ব-১৭ ফুটবল দলের অনুশীলন শুরু আজ

রিপোর্টারের নাম / ১৬ টাইম ভিউ
আপডেট সময়: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬


খবর বিজ্ঞপ্তি:
অনুর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল লীগ-২০২৫ খুলনা জেলা ফুটবল দলের অনুশীলন শুরু হবে আজ রবিবার (১১ জানুয়ারি) থেকে। রবিবার সকাল ৮টায় খুলনা জেলা স্টেডিয়ামে বাঁছাইকৃত খেলোয়াড়দের খেলার সামগ্রীসহ জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারন সম্পাদক মো. ইউসুফ আলীর নিকট রিপোর্ট করতে বলা হয়েছে।
বাঁছাইকৃত খেলোয়াড়দের নামীয় তালিকা : মো. ইসরাইল শেখ (কিপার), অপুর্ব হাওলাদার (কিপার), ইমন শেখ (কিপার), মিরাজুল শেখ (রক্ষণভাগ), রিজভী হাসান রাকিব (রক্ষণভাগ), মো. সৌরভ মল্লিক (রক্ষণভাগ) মো. মুস্তাকিন হাওলাদার (রক্ষণভাগ), সাব্বির মাহমুদ (রক্ষণভাগ), মো. আজিম শেখ (রক্ষণভাগ), নাঈম কাজী (রক্ষণভাগ), আব্দুল আহাদ (রক্ষণভাগ), জিহাদ শেখ (আক্রমনভাগ), জাহিদুল ইসলাম রাকিব (আক্রমনভাগ), মো. সুজন হোসেন (আক্রমনভাগ), মো. জুবায়েদ হাওলাদার (আক্রমনভাগ), মো. ইমামুল শেখ (আক্রমনভাগ), শেখ ফারহান ইসলাম নাহিদ (আক্রমনভাগ), মো. মজিবর রহমান শেখ সুজন (লেফটআউট), মো. রাকিবুল হাসান (স্ট্রাইকার), মোস্তাকিন (স্ট্রাইকার), শেখ জুবায়ের রহমান লিয়ন (স্ট্রাইকার), মো. ইমামুল শেখ (মধ্যভাগ) ও রেহান ইসহাক নুর (লেফটআউট)। jl
#



এই বিভাগের আরও খবর