বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন

অগ্রনী ব্যাংক পিএলসি’র অর্জনও পরিকল্পনা বিষয়ে ব্যবস্থাপক সম্মেলন

বাগেরহাট প্রতিনিধি। / ৫৮ টাইম ভিউ
আপডেট সময়: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬


অগ্রনী ব্যাংক পিএলসি’র ২০২৫ সালের অর্জন ও ২০২৬ সালের কর্মপরিকল্পনা বিষয়ে বাগেরহাটে ব্যবস্থাপক সম্মেলন ২০২৬ সম্পন্ন করা হয়েছে। বুধবার সকালে অগ্রনী ব্যাংক পিএলসি’র বাগেরহাট জেলার আঞ্চলিক কার্য্যলয়ে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, সহকারী মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান জি এম সিরাজুল ইসলাম। সহকারী মহাব্যবস্থাপক তপন কুমার বৈরাগীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ২০২৫ সালের অর্জনের জন্য সকল শাখা ব্যবস্থাপকদের অগ্রনী ভুমিকা রয়েছে। আগামী অর্থ বছরেও কর্মপরিকল্পনা মতে কাজ করতে হবে। ঋন বিতরনে ও আদায়ে আরো সক্রিয় হতে হবে। সেবার মান বৃদ্ধি করতে হবে। আমরা প্রতি বছরের ন্যায় এ বছরও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বনভোজনের ব্যবস্থা করা হবে বলে প্রধান অতিথি বলেন। সম্মেলনে জেলার সকল শাখা ব্যবস্থাপকরা শুভেচ্ছা বক্তব্য রাখেন। এ সময় ব্যাংকের প্যানেলভুক্ত আইনজীবিগন উপস্থিত ছিলেন। সম্মেলনটি সঞ্চলনা করেন ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মনিময় কুমার হোর।#

mnk


এই বিভাগের আরও খবর