বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন

চাঁদাবাজি ও অরাজকতা বরদাশত করা হবে না :রকিবুল ইসলাম বকুল

উত্তাল ডেস্ক: / ১০ টাইম ভিউ
আপডেট সময়: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী রকিবুল ইসলাম বকুল বলেছেন, ব্যবসায়ীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি, তাই তাদের অধিকার রক্ষা ও বাজারের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বর্তমান সময়ে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে সততার সাথে ব্যবসা পরিচালনা করতে হবে বলে।”
নগরীর শিরোমনি শহীদ মিনার চত্বরে মঙ্গলবার সন্ধ্যায় শিরোমনি বাজার বণিক সমিতির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।”

বণিক সমিতির সভাপতি শেখ রেজাউল হকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলামের সঞ্চালনায় এই আয়োজনে এলাকার ব্যবসায়ী ও রাজনৈতিক নেতৃবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।
সংবর্ধনা অনুষ্ঠানে বকুল আরো বলেন, কোনো প্রকার চাঁদাবাজি বা অরাজকতা বরদাশত করা হবে না এবং ব্যবসায়ীদের পাশে থেকে একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনে বিএনপি সর্বদা প্রতিশ্র“তিবদ্ধ। তিনি সবাইকে ঐক্যবদ্ধ থেকে শিরোমনি বাজারের উন্নয়নে একযোগে কাজ করার আহŸান জানান।”


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর বিএনপি’র সাবেক সহ-সভাপতি মীর কায়ছেদ আলী, সেকেন্দার জাফরুল্লাহ খান সাচ্চু, শেখ ইকবাল হোসেন ও এস এ রহমান বাবুল। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহŸায়ক ইবাদুল হক রুবায়েদ, খানজাহান আলী থানা বিএনপি’র সভাপতি কাজী মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক আবু সাইদ হাওলাদার আব্বাস। সংবর্ধনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা রফিকুল ইসলাম শুকুর, শেখ আব্দুস ছালাম, ইমদাদ হোসেন, জাহাঙ্গীর হোসেন খোকাসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও ব্যবসায়ী প্রতিনিধিরা।#sk


এই বিভাগের আরও খবর